ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা


saurav/ncp-2507041154.jpg

ঠাকুরগাঁওয়ে “জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পীরগঞ্জে যাওয়ার পথে এনসিপির একটি গাড়িবহর টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস তাদের বহরকে পাশ থেকে চাপা দেয়। এতে একটি মাইক্রোবাসের কাঁচ ভেঙে যায়।

ঘটনার পরপরই এনসিপি নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার কারণ জানতে চাইলে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে গাড়ির চালক ও এক কর্মী আহত হন।

এনসিপির কর্মীরা অভিযোগ করেন, এ ঘটনা পূর্বপরিকল্পিত। তারা দাবি করেন, উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই হামলাকারীদের মূল লক্ষ্য ছিল। প্রথমে বাসচাপা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, পরে সরাসরি হামলায় নেতাদের টার্গেট করা হয়। তাদের মতে, হামলাকারীরা ভুলবশত অন্য গাড়িতে আঘাত হানে।

ঠাকুরগাঁও জেলা এনসিপির মুখপাত্র অপু বলেন, “আমাদের ধারণা, এই হামলার পেছনে পরিকল্পিত হত্যাচেষ্টা ছিল। বিশেষভাবে নাহিদ বা সারজিসদের লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছিল। আমরা এর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম খান জানান, এনসিপির গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তারা একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন, যাতে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এনসিপি নেতারা হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×