মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতা, আইএসে অর্থায়নে জড়িত ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৯ পিএম, ০৪ জুলাই ২০২৫

মালয়েশিয়ার বিভিন্ন শ্রম খাতে নিযুক্ত বিদেশি কর্মীদের মধ্যে চরমপন্থি জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির পুলিশ। সম্প্রতি পরিচালিত একটি অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক বিদেশিকে গ্রেপ্তারের পর এই তথ্য উঠে আসে।
শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মালয়েশিয়ার বিভিন্ন কারখানা, নির্মাণশিল্প ও পেট্রোল স্টেশনসহ নানা শ্রম খাতে কর্মরত ছিলেন। তাদের মূল টার্গেট ছিল অভিবাসী সম্প্রদায়ের মধ্য থেকে আইএসের জন্য সদস্য নিয়োগ।
ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পরিচালিত জঙ্গিবাদবিরোধী অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোতে অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে।
আইজিপি জানান, এ চক্রটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে সদস্য সংগ্রহে সক্রিয় ছিল। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য সংখ্যা ছিল ১৫০ থেকে ২০০ জনের মতো। এদের মধ্যে অনেকে সিরিয়ায় যুদ্ধ করতে পাঠানোর পরিকল্পনায় যুক্ত ছিল এবং তহবিল জোগাড়ে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, এই চক্রটি "টাচ এন গো", "বিকাশ" এবং আন্তর্জাতিক মানি এক্সচেঞ্জ সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করত। সংগঠনের সদস্য হতে প্রতি বছর ৫০০ রিঙ্গিত প্রদান বাধ্যতামূলক ছিল, পাশাপাশি আর্থিক সক্ষমতা অনুযায়ী অতিরিক্ত অনুদানও দিতে হতো।
এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনকে অভিবাসন বিভাগে হস্তান্তর করা হয়েছে, যাদের মালয়েশিয়া থেকে নির্বাসিত করা হবে। বাকি ১৬ জনকে ২০১২ সালের নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইনের আওতায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে।
মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সদস্য সংগ্রহের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
ঢাকাওয়াচ/এমএস