ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের


ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনই বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন রোগীদের মধ্যে বরিশালে ১০১ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ২২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮ জন, চট্টগ্রামে ৯ জন, ময়মনসিংহে ৫ জন এবং রাজশাহীতে ১০ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে একই সময়ের মধ্যে সারাদেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১০ হাজার ৩৩৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে। চলতি বছর এই রোগে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×