কানাডার ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন ট্রাম্প


কানাডার ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনি অবৈধ মাদক ব্যবসায় ও অভিবাসনের প্রক্রিয়া হিসেবে মেক্সিকো, কানাডা ও চীনের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপ করবেন।’

সোমবার (২৫ নভেম্বর) বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একাউন্টে পোস্টের বার্তায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কসহ যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়িক অংশীদারদের ওপর কিছু শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প লিখেছেন, ‘আগামী ২০ জানুয়ারি আমার অনেকগুলো নির্বাহী আদেশের মধ্যে আমি মেক্সিকো ও কানাডাকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও প্রয়োজনীয় নথিতে সই করব।’

অপর একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি শক্তিশালী মাদক চোরাচালান রোধে ব্যাপক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে ঢোকা সব পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করবেন।

নির্বাচনের আগে প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অর্থনৈতিক এজেন্ডা ছিল রিপাবলিকানমিত্র ও প্রতিপক্ষের ওপর সমানহারে শুল্ক আরোপ করবেন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীন, মেক্সিকো কানাডা ও একইসঙ্গে ইউরোপের জন্য বাণিজ্য এজেন্ডা সুরক্ষিত ছিল।

হোয়াইট হাউসে থাকাকালীন ট্রাম্প চীনের সঙ্গে রীতিমত বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এবং চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় তিনি অন্যায্য বাণিজ্য চর্চা, মেধা সম্পদ চুরি ও বাণিজ্য ঘাটতিকে যুক্তি হিসেবে দাঁড় করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×