ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১৪
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একই সময়ে নতুন কোনো মৃত্যু ঘটেনি, ফলে চলতি বছরে ডেঙ্গুজনিত মৃতের সংখ্যা এখনো ১৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১১১ জন, ঢাকা উত্তর সিটিতে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৫,২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।