২৪ ঘণ্টায় আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি


২৪ ঘণ্টায় আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৮৮ জনেই স্থির রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×