গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৭০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃতক সুপারিশ অনুযায়ী, সতীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন সতীন ওঝা। সেই সময় তিনি সচেতন ছিলেন না যে কলাবাগান পরিষ্কারের জায়গায় একটি ভিমরুলের চাক ছিল। সকাল প্রায় ১০টার দিকে কাজের সময় ভিমরুল তাকে আক্রমণ করে। চিৎকারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভিমরুলের কামড়ের ফলে সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সতীন ওঝার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনার পর তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। ভিমরুলের কামড়ের কারণে সারা শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে বিকাল সোয়া ৪টার দিকে তার মৃত্যু ঘটে।