নওগাঁয় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
- নওগাঁ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়, এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম এবং সদর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম।
বক্তারা বলেন, ২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হয়েছেন, অথচ আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। নির্বাচনের আগে এটি বাস্তবায়ন জরুরি। পাশাপাশি উভয়কক্ষে পিআর বাস্তবায়ন, নির্বাচনে সমতামূলক পরিবেশ নিশ্চিত, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
জামায়াতে ইসলামী নেতারা বলেন, পাঁচ দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। মিছিল ও সমাবেশে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।