চট্টগ্রামে মঙ্গলবার ১৫ জনের করোনা শনাক্ত
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:১৯ পিএম, ০২ জুলাই ২০২৫

চট্টগ্রামে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২০টি করোনার নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৬০ জনে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ১৫ জন করোনা শনাক্তের মধ্যে ১৪ জন মহানগর এলাকার এবং একজন উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রামে ১০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। নতুন ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গত ১৫ দিনে চট্টগ্রামে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৫ জন মহানগরের এবং ১৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বসিন্দা।