তৃতীয় সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি


তৃতীয় সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

প্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি আবার বাবা হলেন। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গায়ক জানিয়েছেন, মা ও নবজাতক উভয়ই ভালো আছেন।

এ খবরটি আরফিন রুমি নিজেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্টে জানান। পোস্টে তিনি লিখেছেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে।”

দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন কিয়ান আরফিন আরহান। এই সুখবর প্রকাশের পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা পোস্টের মন্তব্য ঘরে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন।

এটি আরফিন রুমি ও কামরুন নেসার দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে তাদের সংসারে সন্তান ছিল না। এছাড়া, গায়কের প্রথম দাম্পত্য জীবনে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে থাকা বিয়ে থেকে এক পুত্রসন্তান রয়েছে। আরফিন রুমি ২০০৮ সালে গায়িকাকে বিয়ে করেছিলেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। এই দ্বিতীয় বিবাহের কারণে তাকে সময়ের তৎপরতায় ব্যাপক বিতর্কের মুখে পড়তে হয়েছিল এবং প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তারও হতে হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×