নাতির কাছে কায়দা শিখছেন মিশা!


নাতির কাছে কায়দা শিখছেন মিশা!

রূপালি পর্দায় নেগেটিভ চরিত্রে দর্শক মাতালেও বাস্তব জীবনে পুরোপুরি উল্টো— বিনয়, ধর্মীয় চর্চা এবং মানবিকতার উদাহরণ হয়ে থাকেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়— নাতি রাফসানের পাশে বসে আছেন মিশা সওদাগর। সামনে খোলা রয়েছে একটি আরবি বই। ছবিটি দেখে অনেকে ভেবেছিলেন, মিশা নাতিকে আরবি পড়াচ্ছেন। তবে সত্যি ঘটনা ভিন্ন।

ছবির ক্যাপশনে মিশা লিখেছেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”

অভিনেতার এই বিনয়ী এবং মানবিক বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা মিশার নৈতিক শিক্ষাকে প্রশংসা করে। একজন লিখেছেন, “এটাই আসল শিক্ষা।” অন্য একজন বলেছেন, “মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।”

ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা ছড়িয়ে দেওয়ার জন্য মিশা নিয়মিত সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট শেয়ার করেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ, যেখানে তিনি পর্দায় খলনায়ক হলেও বাস্তবে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×