অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন


অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী মারা গেছেন। তিনি ৭২ বছর বয়সে বৃহস্পতিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম তহুরা আলী অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা ছিলেন।

শাওন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী মা মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে দেন।”

মৃত্যুর পর তহুরা আলীর জানাজা নামাজ দুটি স্থানে অনুষ্ঠিত হবে বলে শাওন জানিয়েছেন। প্রথম নামাজ হবে গুলশান আজাদ মসজিদে আসরের পর, এবং দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে মাগরিবের পর।

তহুরা আলী তার সংসদ সদস্য পদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় জামালপুর ও শেরপুর এলাকা থেকে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয় দফায় ফেনী থেকে সংসদ সদস্য ছিলেন।

ফেনীতে জন্মগ্রহণকারী তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজেও শিক্ষকতা করেছেন এবং সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×