বহিষ্কৃত ৭ নেতার দলীয় পদ ফিরিয়ে দিলো বিএনপি


বহিষ্কৃত ৭ নেতার দলীয় পদ ফিরিয়ে দিলো বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সাত নেতার সদস্যপদ ফেরত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৪ অক্টোবর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই সাত নেতাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাঁদের আবেদন বিবেচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

যাঁরা পুনরায় সদস্যপদ ফিরে পেয়েছেন তাঁরা হলেন: জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

এ ছাড়া প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং একই জেলার সাবেক সদস্য মো. আলি সরকার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×