আবারও সোনাক্ষী সিনহার মা হওয়ার জল্পনা, ভাইরাল জহিরের মন্তব্য
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা যেন কিছুতেই পিছু ছাড়াতে পারছেন না মা হওয়ার গুঞ্জন থেকে। বিয়ের কয়েক মাস পর থেকেই একের পর এক এমন খবর ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক ঝলমলে অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের হাত ধরে হাজির হন সোনাক্ষী। এরপরই ছড়িয়ে পড়ে নতুন আলোচনার ঝড়।
অনুষ্ঠান থেকে প্রকাশিত এক ভিডিওতেই জল্পনার সূত্রপাত। সেখানে দেখা যায়— ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে জহির স্ত্রী সোনাক্ষীর পেটে হাত রেখে বলেন, “আসল সোনা।” এ কথা শুনে কিছুটা হতবাক হয়ে পড়েন সোনাক্ষী। পরক্ষণেই জহির হেসে জানান, তিনি কেবল মজা করছিলেন।
তবে নেটিজেনদের কৌতূহল তাতে থামেনি। অনেকেই দাবি করেছেন, এদিন অভিনেত্রীর পরনে থাকা ঢিলেঢালা সাদা-লাল আনারকলি চুড়িদার সম্ভবত তার ‘বেবি বাম্প’ ঢাকতেই পরা। ভিডিওতে সোনাক্ষীকে বারবার ওড়না ঠিক করতে দেখা গেছে বলেও মন্তব্য করেন কেউ কেউ।
এ ছাড়া কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর পরা সোনাক্ষীর মুখে নেটিজেনরা মাতৃত্বের ঔজ্জ্বল্য খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। অনুষ্ঠানে জহির পরেছিলেন কালো শেরওয়ানি ও সাদা পাজামা। দুজনকে একসঙ্গে হাত ধরে প্রবেশ করতে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হতেই একজন মন্তব্য করেন, “সোনাক্ষীকে দেখে সত্যিই মনে হচ্ছে তিনি মা হতে চলেছেন।”
উল্লেখ্য, গত ২৩ জুন ২০২৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। বিয়ের কয়েক মাস পরই ছড়িয়ে পড়ে অভিনেত্রীর গর্ভধারণের খবর। সে সময় নিজেই হাস্যরস করে বলেন, “আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি।”
তবুও সময়ের পর সময় নতুন করে গুঞ্জন ফিরে আসে, আর এবারও যেন অনুরাগীদের বিশ্বাস— সত্যিই খুশির খবর আসছে শীঘ্রই।