রিপন ভরণপোষণ দেন না, এমন কথা ঠিক না: রিপনের বাবা


রিপন ভরণপোষণ দেন না, এমন কথা ঠিক না: রিপনের বাবা

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার ভরণপোষণ সংক্রান্ত একটি খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ছোট ভিডিও নির্মাণ থেকে শুরু করে বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা ও অন্যান্য কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা রিপন মিয়াকে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন তার বাবা-মায়ের বরাত দিয়ে দেখিয়েছে, যে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছেন না।

সংবাদটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিপন মিয়ার বাবা নতুন এক সাক্ষাৎকারে দাবি করেছেন, “রিপন মিয়া আমাদের ভরণপোষণ দেন না—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার ছেলে সব দিক থেকেই ভালো। মিডিয়ায় রঙ ছড়ানো হয়েছে, যার কোনো মানে নেই।”

তিনি আরও জানান, “আল্লাহ আমাদের জন্য দুইটা গরু এবং লাখ টাকার সম্পদ দান করেছেন। আমি চলতে পারি, ছেলের কাছে যাই না। তবুও রাস্তায় পেলে তিনি পাঁচশ’ বা এক হাজার টাকা দিতেই থাকেন। বিদেশ থেকে কেউ সেলাম করলে তিনি সম্মান জানাচ্ছেন। আমার ছেলে কখনো খারাপ কিছু করেনি, আমি তা কখনো পাইনি।”

রিপনের বাবার বক্তব্য অনুযায়ী, “আমার স্ত্রীর বলা কথা হলো, কষ্ট করে মানুষ কিছু বলেন, এটা স্বাভাবিক। টিভিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। তারা আমার ছেলের খারাপ দেখানোর চেষ্টা করেছেন।”

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ও বাস্তবতার মধ্যে পার্থক্য থাকতে পারে। রিপন মিয়ার পরিবার তার চরিত্র ও দায়িত্বশীলতার পক্ষে জোর দাবি করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×