বিবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন আফরিন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০১:১২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

বিবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জান্নাত আফরিন। “বিবর” সিনেমায় জান্নাত আফরিনের নায়ক হিসেবে থাকবেন শিপন মিত্র। সিনেমাটি পরিচালনা করবেন সায়মন তারিক। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনভাবেই উল্লাস প্রকাশ করে লিখেন জান্নাত আফরিন।
আফরিন এর আগে নাটকের নিয়মিত মুখ ছিলেন। তার অভিনীত একাধিক নাটক জনপ্রিয়তা পায়। টিভি বিজ্ঞাপনেও তিনি নিয়মিত মুখ। তার ঝুলিতে একটি পুরস্কার রয়েছে।
আফরিন দীর্ঘ সময় থিয়েটার ও নাচের সাথে সম্পৃক্ত ছিলেন।
উচ্ছ্বসিত আফরিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। ছোটবেলার স্বপ্নটা আজ বাস্তবের পথে প্রথম পা রাখলো। আপনাদের সবার দোয়ায় আজ প্রথম বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে সাইন করেছি, আলহামদুলিল্লাহ।”