কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা


কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

একসময় আলোচনা ছিল, তানজিন তিশা পা রাখছেন ভারতীয় সিনেমায়। ছবির নামও ঠিক হয়েছিল— ভালোবাসার মরশুম। সেখানে তার বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালনায় ছিলেন এম এন রাজ, আর এতে যুক্ত থাকার কথা ছিল ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও।

কিন্তু হঠাৎ করেই সব পরিকল্পনা বদলে যায়। প্রযোজনা দলের এক সদস্য, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন— তানজিন তিশা ভারতের ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন। সেই কারণে সিনেমার শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

পরিস্থিতি সামাল দিতে পরিচালক তিশার পরিবর্তে নতুন অভিনেত্রী নিয়োগ দেন। এখন তার জায়গায় অভিনয় করছেন কলকাতার শিল্পী সুস্মিতা, যিনি সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে আলোচনায় ছিলেন।

চুক্তি হওয়ার পরও পুরো সময়টায় নীরব ছিলেন তানজিন তিশা। সিনেমার ঘোষণা এলেও তিনি কোনো মন্তব্য করেননি। একবার সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু বলেছিলেন, “আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। কতটা সত্য, কতটা নয়, জানি না। এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব।”

অবশেষে সেই ‘সারপ্রাইজ’ বাস্তবে রূপ নিচ্ছে। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশা এবার আসছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ছবির নাম সোলজার— এটি হবে তিশার বড় পর্দায় অভিষেক।

ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, যিনি এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন। শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং আগামী সপ্তাহে এতে যোগ দেবেন তানজিন তিশা নিজেও।

পরিকল্পনা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে সোলজার।

বলিউডের সুযোগ হারালেও দেশের সবচেয়ে বড় নায়কের সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। ভক্তরা অপেক্ষায় আছেন তার প্রথম চলচ্চিত্রে বড় পর্দার নতুন রূপ দেখার জন্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×