বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিয়ে কবে?


বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিয়ে কবে?

দক্ষিণ ভারতের বিনোদন জগতে বড় সুখবর। জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়, স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার এই বাগদান সম্পন্ন হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, পুরো আয়োজনটি ব্যক্তিগতভাবে করা হয়েছে, তাই বাগদানের ছবি প্রকাশ করা হয়নি। ভক্তরা এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

বিজয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িত ছিলেন রাশমিকা মান্দানা। কেউই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি, তবে একাধিকবার তাদের একসাথে রেস্তোরাঁয় বা ছুটি কাটাতে দেখা গেছে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসাথে অভিনয় করেন এই জুটি। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×