আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে: পরীমণি


আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীমণি আবারও আলোচনায় — তবে এবার কোনো চলচ্চিত্র নয়, ব্যক্তিগত জীবন নিয়েই। এক বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম, বিয়ে এবং ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

সঞ্চালক রুম্মান রশীদ খান অনুষ্ঠানে পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। “এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?” — এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে উত্তর দেন, “না।” এরপর জানতে চাওয়া হয়, কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না। পরীমণির জবাব, “জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”

পরীমণি কতবার বিয়ে করেছেন — এমন প্রশ্নে তিনি জানান, “একবার।” সঞ্চালক তখন অভিনেতা শরীফুল রাজের প্রসঙ্গ তোলেন এবং বাকি বিয়ের গুঞ্জন নিয়ে জানতে চাইলে পরীমণি রসিক ভঙ্গিতে বলেন, “জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”

রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না, আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।”

অভিনয়জীবন শুরু করার আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গত বছরের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই বিয়ের খবর আবারও আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবিও প্রকাশিত হয়।

ইসমাইল কি তার স্বামী ছিলেন— জানতে চাইলে পরীমণি অকপটে বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। পরীমণির মজার উত্তর, “আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×