আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন: রাশমিকা


আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন: রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে টলিউড-সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও এতোদিন দুজনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, এবার সেই জল্পনাই সত্যি প্রমাণিত হলো—বাগদান সারলেন রাশমিকা ও বিজয়। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন এই তারকা যুগল।

শুক্রবার থেকেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তাদের বাগদান নিয়ে খবর ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকেই এটিকে নিছক গুজব হিসেবে উড়িয়ে দিলেও, শনিবার বিজয়ের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, গত ৩ অক্টোবর বিজয় দেবেরাকোন্ডার নিজ বাড়িতেই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে সম্পন্ন হয়েছে বাগদান অনুষ্ঠানটি।

সূত্র জানিয়েছে, রাশমিকা-বিজয়ের বিয়ে অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বিয়ের আয়োজনে থাকবে আড়ম্বর, তবে তা হবে পুরোপুরি ব্যক্তিগত পরিসরে।

এদিকে, ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি রাশমিকা বা বিজয় কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ভক্তদের আগ্রহ যখন চরমে, তখন রাশমিকা ইনস্টাগ্রামে হাজির হয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেন—তবে অন্য কারণে।

বাগদানের বিষয়ে কিছু না বলে, বরং তিনি ঘোষণা দেন নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশের। পোস্টে রাশমিকা লেখেন, “আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায়।”

তার এই পোস্ট যেন স্পষ্ট বার্তা দেয়—রাশমিকা এখনো ব্যক্তিগত জীবনের গুঞ্জনে নয়, বরং ক্যারিয়ারের দিকেই মনোযোগী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×