আমার কিছু যায় আসে না: বাঁধন


আমার কিছু যায় আসে না: বাঁধন

বাংলা চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের গভীরতম উপলব্ধি নিয়ে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি সমাজের প্রত্যাশা, ব্যক্তিগত সংগ্রাম ও নিজের অবস্থানকে স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন।

বাঁধন লিখেছেন, “যদি এটা কাউকে আঘাত দেয়, তারা আমাকে উপেক্ষা করতে পারে, ব্লক করতে পারে, ঘৃণা করতে পারে। সত্যি বলছি, আমার কিছু যায় আসে না।”

পোস্টে তিনি জানান, ছোটবেলা থেকে সমাজের তৈরি ফ্রেমে মানিয়ে চলার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছেন। বাঁধনের ভাষায়, তিনি চেয়েছিলেন সেই ধরনের মেয়ে হতে, যাকে সবাই পরিচালিত করবে, যাকে খুশি রাখবে এবং যে চুপচাপ মানিয়ে নেবে। কিন্তু তিনি তেমন হতে পারেননি।

তিনি আরও লেখেন, “আমি ব্যর্থ হয়েছি সেই মানুষটা হতে যা সবাই আমার কাছে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম—আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল ঠিক তেমন হতে। কিন্তু আমি ব্যর্থ। আর সেইজন্য আমি নিজেকে ধন্যবাদ জানাই। কারণ আমার জন্ম হয়নি অন্য কারো চিত্রনাট্য অনুযায়ী বাঁচার জন্য।”

বাঁধন বলেন, তার কথাগুলো অনেককে অস্বস্তিতে ফেলে, তার কাজ অনেকের স্বাচ্ছন্দ্যের সীমায় মানায় না। তবে তিনি নিষ্ঠুর নন, মানুষকে আঘাত বা অসম্মান করেন না— এমনকি তারা তার সঙ্গে অন্যায় করলেও না।

চল্লিশোর্ধ্ব জীবনে এসে তিনি নিজের সঙ্গে শান্তি স্থাপন করেছেন। তিনি বলেন, “আমি আমার জীবন আমার শর্তে বাঁচি— স্বাধীনভাবে, সততার সঙ্গে, ক্ষমাহীনভাবে।”

বাঁধনের মতে, যাদের তার জীবনধারা অস্বস্তিতে ফেলে, তাদের বিপরীতে আরও অনেকে আছেন যারা তাকে ভালোবাসেন, বোঝেন এবং তার সত্যের মধ্যে শক্তি খুঁজে পান। আর সবচেয়ে বড় বিষয় হলো তিনি নিজেকে ভালোবাসেন এবং নিজেকে অস্বস্তিকর নারী হিসেবে নয়, বরং সেই নারী হিসেবে দেখেন যিনি আসল পরিচয়ে বাঁচতে ভয় পান না।

তার ভাষায়, “আমি ভেঙে যাইনি। আমি কেবল সেই পৃথিবীর জন্য অস্বস্তিকর যে পৃথিবী আসল নারীদের ভয় পায়। আমি তোমাকে ভালোবাসি, আজমেরী হক বাঁধন সেই নারী যাকে তুমি অবশেষে হওয়ার সিদ্ধান্ত নিয়েছ।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×