‘ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই’, আসিফের ক্ষোভ


‘ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই’, আসিফের ক্ষোভ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার সন্তানকে নিয়ে রাজপথেও অংশগ্রহণ করেন এই গায়ক। ৫ আগস্টের পর নতুন সরকার গঠন হলে তিনি সরকারকে সমর্থন জানান। তবে, তখন তিনি জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের কার্যক্রমের বিষয়ে আলোচনা এবং সমালোচনা করবেন। বর্তমানে, সেই অবস্থানেই দেখা যাচ্ছে তাকে। যেকোনো অন্যায় দেখলেই প্রতিবাদ জানাতে তৎপর এই জনপ্রিয় শিল্পী।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে এবং আসিফ আকবরও এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে আসিফ লেখেন, "আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।" যদিও তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, আসিফ এই পোস্টে আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেছেন।

এদিকে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন। ২৯ আগস্ট রাত ১১টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে এই হামলার প্রতিবাদ জানান। তার পোস্টে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ তাকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখযোগ্য যে, কাকরাইলে ওই সংঘর্ষের ঘটনায় নুরের মুখ এবং বুক থেকে রক্ত ঝরতে দেখা যায়, তার নাকও ফেটে যায়। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফিরেছে বলে তার ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×