নতুন গ্ল্যামারাস লুকে নেট দুনিয়া মাতালেন হানিয়া আমির


নতুন গ্ল্যামারাস লুকে নেট দুনিয়া মাতালেন হানিয়া আমির

পাকিস্তানের ললিউড তারকা হানিয়া আমির একের পর এক অর্জনে ভরিয়ে দিচ্ছেন নিজের ক্যারিয়ার। সদ্য প্রকাশিত আইএমডিবির ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনি তৃতীয় স্থান অর্জন করে দেশকে এনে দিয়েছেন নতুন গৌরব। এই সাফল্যের পর তার ভক্তদের মধ্যে যেমন বাড়ছে প্রশংসা, তেমনি উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি নতুন ছবিতে আবারো আলোচনায় আসেন হানিয়া। সেখানে তিনি হাজির হয়েছেন এক ভিন্নধর্মী ও গ্ল্যামারাস লুকে। ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউন, কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট সব মিলিয়ে তার সাজে এসেছে এক অনন্য আভিজাত্য।

চুলের স্টাইলেও ছিল নতুনত্ব। হালকা কার্ল করা খোলা চুলের সঙ্গে উজ্জ্বল মেকআপ ও আকর্ষণীয় পোজে মুহূর্তেই মন জয় করেছেন ভক্তদের। ছবিগুলো সামাজিক মাধ্যমে ঝড় তোলে প্রকাশের পরপরই। ইতোমধ্যে পোস্টটিতে লাখেরও বেশি লাইক জমা পড়েছে এবং মন্তব্যঘরে ভক্তরা ঢেলে দিচ্ছেন ভালোবাসা।

অভিনয়ের পাশাপাশি হানিয়ার আন্তর্জাতিক যাত্রাও শুরু হয়েছে। সম্প্রতি তিনি বলিউডে অভিষেক করেছেন ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে, যা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। তবে পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেই তিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৮০ লাখের বেশি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×