বড়পর্দায় ফিরছেন প্রভাস, আসছে ‘বাহুবলী থ্রি’


বড়পর্দায় ফিরছেন প্রভাস, আসছে ‘বাহুবলী থ্রি’

প্রায় এক দশক পর পরিচালক এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’ নিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন প্রভাস। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এ সিনেমার অফিসিয়াল ঝলক, যেখানে ধরা পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য এবং ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতিজাগানিয়া কিছু দৃশ্য।

ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে উঠেছে, কারণ এতে দশ বছর পর বাহুবলী রূপে প্রভাসকে দেখা যাবে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছিল ভারতীয় চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করা দুটি সিনেমা। এবার সেই কাহিনির ধারাবাহিকতায় আসছে ‘বাহুবলী: দ্য এপিক’, যেটি আগের দুটি সিনেমার সঙ্গে সংযুক্ত হলেও একটি সম্পূর্ণ নতুন নির্মাণ।

এই সিনেমার সবচেয়ে আলোচনাযোগ্য দিক হলো এর ৫ ঘণ্টা ২৭ মিনিটের দৈর্ঘ্য। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যেখানে সাধারণত সিনেমার দৈর্ঘ্য ২-৩ ঘণ্টার মধ্যে সীমিত থাকে, সেখানে ‘বাহুবলী: দ্য এপিক’ দর্শকদের ধৈর্য এবং মনোযোগ ধরে রাখার এক ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। অনেকে একে “সিনেমার নতুন অধ্যায়” হিসেবে দেখছেন।

উল্লেখ্য, প্রথম কিস্তি ‘বাহুবলী’ বিশ্বব্যাপী আয় করেছিল ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’ ইতিহাস গড়েছিল ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সংবাদ সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×