‘ফেসবুক পোস্ট দিয়ে সংসার প্রতিষ্ঠিত করতে হলে বিয়ে করার দরকার নেই’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪১ পিএম, ২৬ আগস্ট ২০২৫

ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে থেকে শুরু করে সন্তান জন্ম ও বিচ্ছেদ—তাদের ব্যক্তিজীবনের প্রতিটি অধ্যায়ই বারবার এসেছে আলোচনায়। দর্শকের কৌতূহলও কখনো কমেনি।
২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব ও অপু। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সন্তানকে প্রকাশ্যে আনার পরপরই তাদের সংসারে ভাঙন ধরে। মাত্র এক বছরের ব্যবধানেই বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান, থেমে যায় অপুর সঙ্গে পথচলা।
তবে বছরখানেকের ব্যবধানে ছেলে জয়ের কারণেই আবারও কাছাকাছি আসতে শুরু করেন শাকিব-অপুরা। ছেলেকে নিয়ে একসঙ্গে দেশের বাইরে, এমনকি যুক্তরাষ্ট্রেও সময় কাটাতে দেখা গেছে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের শীতলতাও অনেকটাই কমে এসেছে।
এ সময় বারবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনও ছড়িয়েছে। বিশেষ করে শাকিব ও বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পর এ জল্পনা আরও জোরালো হয়। এর মধ্যেই অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশ্যে শাকিবের প্রতি তার ভালোবাসা ও সম্মানের কথা বলেছেন। শুধু তাই নয়, শাকিবের পরিবারের সঙ্গেও তাকে সময় কাটাতে দেখা গেছে।
ফলে আবারও প্রশ্ন উঠেছে, শাকিব-অপুর সম্পর্কের বর্তমান অবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়েই মুখ খুলেছেন অপু বিশ্বাস। সোজাসাপ্টা তার বক্তব্য, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই।”
অপু বলেন, “ফেসবুকের মধ্যে দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার নেই। আমার তো বিবাহিত জীবন। এখানে এত প্রমাণের তো দরকার নেই। কেউ বিশ্বাস করলে করবে, নয়তো বোঝানোর সময় আমার নেই।”
শাকিবের সঙ্গে সংসার কেমন চলছে—এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অপু। বরং জানিয়েছেন, পারিবারিক বিষয়কে ব্যক্তিগত রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ভাষায়, “আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বেশি জানাইনি। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কতটুকু তার ঘরের ভেতরে গেছেন? বা জানতে পেরেছেন? শাহরুখ ততটুকুই দর্শকদের জানিয়েছেন যতটুকু তিনি প্রয়োজন মনে করেছেন। আমি প্রয়োজন মনে করি না, সীমার বাইরে দর্শককে কিছু জানানোর। পারিবারিক বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবেই রাখতে চাই।”
অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরতে দেখা গেছে শাকিব-শবনম বুবলীকে। ফেসবুকে শেয়ার হয়েছে বাবা-ছেলের একাধিক ছবি। তবে শাকিবের সঙ্গে নিজের মার্কিন সফরের কোনো ছবি বা ভিডিও কখনোই সামাজিক মাধ্যমে শেয়ার করেননি অপু বিশ্বাস।