ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো: ইরফান সাজ্জাদ
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০২:৪০ পিএম, ২৬ আগস্ট ২০২৫

রাজধানীর উত্তরায় এক কাপড়ের দোকানের ট্রায়াল রুমে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আনেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
সোমবার (২৫ আগস্ট) রাতের দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পুরো ঘটনাটি তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে ইরফান জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট–২ এর বিপরীতে একটি কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নারীদের গোপনে ভিডিও ধারণ করা হতো। তার পরিচিত এক তরুণীও এ ঘটনায় ভুক্তভোগী হন।
ইরফানের ভাষ্য অনুযায়ী, ট্রায়াল রুমে প্রবেশ করার পর ওই তরুণী ক্যামেরা চোখে পড়ে বিষয়টি দোকানদারের সামনে তুলে ধরেন। তখন দোকান মালিক ঘটনাটি ধামাচাপা দিতে চাপ সৃষ্টি করে এবং তরুণীকে আটকানোরও চেষ্টা চালায়। তবে তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে কয়েকজন কর্মচারী দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মোবাইল ফোন থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে। সাজ্জাদের দাবি, দোকানকর্মীদের পালাতে ভবনের কিছু লোক সহায়তা করেছিল।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন, সাবধান থাকবেন। চারপাশে সব ভদ্র চেহারার মানুষই ভদ্র নয়, অনেকেই নরপিশাচ।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ইরফান সাজ্জাদ তার পোস্টে শোরুমের নাম উল্লেখ করেননি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, অনেকে শোরুমের নাম জানতে চাইছেন। শোরুমটার কোনো নামই নেই। তাই ভিডিও দিয়েছি, দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড নাই।