আরিয়ানকে শাহরুখের ‘জেরক্স কপি’ বলছেন দর্শকরা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:২১ এম, ২৬ আগস্ট ২০২৫

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে অভিষেক করেছেন। সম্প্রতি তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চে বাবার সঙ্গে হাজির হন তিনি। সেখানেই স্টাইল এবং চেহারার মিল দেখে অনেকে আরিয়ানকে শাহরুখের ‘জেরক্স কপি’ বলে মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে আলোচনার মূল কেন্দ্রে ছিলেন পরিচালক আরিয়ান খান। তার এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।
এই সিরিজে অভিনয় করছেন লক্ষ্মণ, ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং এবং রাঘব জুয়াল। এছাড়া ক্যামিও চরিত্রে থাকবেন করণ জোহর, রণবীর সিং এবং সালমান খান।
অনুষ্ঠানে আরিয়ানকে দেখা গেছে অল-ব্ল্যাক স্যুট, ওপেন কলার শার্ট, গলায় সোনার চেন ও স্টাইলিশ হেয়ারস্টাইলে। তার হাতে ছিল একটি পাটেক ফিলিপ নটিলাস হোয়াইট গোল্ড ঘড়ি, যার বাজারমূল্য এক কোটি ৪৩ লাখ টাকা।
অন্যদিকে শাহরুখ খানের হাতে ছিল আরও দামি ঘড়ি, অডেমার্স পিগুয়েট জুলস মিনিট রিপিটার প্লাটিনাম স্কেলেটন ডায়াল, যার মূল্য তিন কোটি ৯৪ লাখ টাকা। শাহরুখও কালো পোশাকে উপস্থিত ছিলেন এবং তার চোখে ছিল সন্তানের প্রথম সাফল্যের গর্ব।