নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন শাকিবের নায়িকা ইধিকা পাল


নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন শাকিবের নায়িকা ইধিকা পাল

ঢালিউডের ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল এখন রীতিমতো জনপ্রিয়। ‘পিলু’ ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় না দেখা গেলেও বড় পর্দায় একের পর এক ছবিতে কাজ করে চলেছেন তিনি। তার কাজের ব্যস্ততাই প্রমাণ করে, কেন তাকে ‘বাংলার ক্রাশ’ বলা হচ্ছে।

সম্প্রতি জানা গেছে, ইধিকা নতুন একটি সিনেমায় কাজের পরিকল্পনা শুরু করেছেন। শোনা যাচ্ছে, এবার তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির ভেতরকার গুঞ্জন বলছে, পরিচালক কৌশিক তার নতুন সিনেমার জন্য ইধিকাকে ভাবছেন। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি, কারণ কৌশিক গঙ্গোপাধ্যায় ব্যস্ত রয়েছেন ‘ধূমকেতু’র প্রচারে। পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন তিনি। অন্যদিকে ইধিকার সিডিউল আগামী এক মাস পূর্ণ।

এর মধ্যেই ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ইধিকা ও সোহম অভিনীত সিনেমা ‘বহুরূপ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ইধিকা। যদিও তাকে দেখলে এখনো অনেকের মনে পড়ে যায় ‘কিশোরী’ গানটি। এছাড়া অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে। একসময় শোনা গিয়েছিল, ভিসা জটিলতার কারণে তিনি সিনেমাটি করছেন না। তবে সব জল্পনা উড়িয়ে, জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি তাকেও দেখা যাবে পর্দায়।

সূত্র জানায়, ‘প্রজাপতি ২’-এ দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইধিকাকে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী বা পরিচালক কেউ-ই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। দর্শকরা এখন অপেক্ষায় আছেন নতুন খবরের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×