ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর


ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর শুধুই অভিনয়ের জন্য নয়, মানবিক ইস্যুতেও সোচ্চার ভূমিকা রাখেন। এবার তিনি ফিলিস্তিন সংকট নিয়ে রাস্তায় নেমে সরব প্রতিবাদ জানালেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন স্বরা, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে।

স্বরা ভাস্কর শুরু থেকেই ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন। তবে এই অবস্থানের কারণে সামাজিক মাধ্যমে তাকে তীব্র ট্রলের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে এবং তাকে উদ্দেশ্য করে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।” তবে এত কিছুর পরও তিনি থেমে নেই। বরং নিজের মতো করে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছেন।

স্বরা বলেন, “ইসরাইলি সরকারের কার্যকলাপ গাজায় একপ্রকার গণহত্যা, যা শুধু ভূমিদখলই নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্বও মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি ভারতের ঐতিহাসিক অবস্থানের প্রসঙ্গও টানেন এবং বলেন, “ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।” স্বরার মতে, “ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরাইলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।”

হামাস প্রসঙ্গে স্বরা বলেন, “কেউ যদি ইসরাইলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।” তিনি আরও বলেন, “হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×