বাড়ি ফিরেছেন ফারুকী, তিশা জানালেন ধন্যবাদ


বাড়ি ফিরেছেন ফারুকী, তিশা জানালেন ধন্যবাদ

সাত দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানান, শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ফারুকী বাসায় ফেরেন। এ উপলক্ষে একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিশা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।” তিনি সবাইকে ধন্যবাদও জানান।

এর আগে শনিবার (১৬ আগস্ট) কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকার সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। রাত সাড়ে ১০টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×