অভিনয়ের আড়ালে চোরাচালানে জড়িয়ে 'অঙ্কুশ' পুলিশের হাতে আটক
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩২ পিএম, ২৪ আগস্ট ২০২৫

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। অনুষ্ঠানটি ছিল এক ধরনের মজার পরিবেশনা, যেখানে চোর-পুলিশ খেলার ছলে এক পর্বে অঙ্কুশকে পুলিশের ভূমিকায় থাকা এক চরিত্র আটক করে নিয়ে যান।
শনিবার (২৩ আগস্ট) 'জি বাংলা'র এক অনুষ্ঠানে অঙ্কুশ হাজরা উপস্থিত ছিলেন তার প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এবং অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। পর্বের একপর্যায়ে ঐন্দ্রিলা মজার ছলে অঙ্কুশের চোখ বেঁধে দেন। এ সময় অঙ্কুশ হেসে বলেন, "আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।"
এরপর মঞ্চে হাজির হন পুলিশের সাজে ইনস্পেক্টর রতন ওরফে সায়ন ঘোষ। তিনি দাবি করেন, অঙ্কুশ মানকচু পাচারের সঙ্গে যুক্ত। এরপর সায়নের সহকর্মীরা চ্যাংদোলা করে অঙ্কুশকে মঞ্চ থেকে তুলে নিয়ে যান।
শুরুতে দর্শকরা পুরো ঘটনাটিকে হাস্যরসের অংশ বলেই ধরে নেন। কিন্তু হঠাৎ করেই মেজাজ হারান অঙ্কুশ। তিনি স্পষ্টভাবে বোঝান, এমনভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়াটা তিনি গ্রহণ করতে পারেননি, যদিও এটি অভিনয়েরই অংশ ছিল। ঘটনাস্থলে উপস্থিত দর্শক ও সহঅভিনেতারাও তখন খানিকটা বিস্মিত হন।
তবে অল্প সময়ের মধ্যেই বোঝা যায়, অঙ্কুশের রাগটিও ছিল অভিনয়েরই অংশ। দর্শকদের আরও আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এই রকম প্রতিক্রিয়া দেখান তিনি।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে অঙ্কুশের নতুন সিনেমা 'রক্তবীজ ২'। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে মুনির আলম নামের এক খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটির প্রথম ঝলক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।