যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে: শবনম ফারিয়া
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২৫
.png)
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি গণমাধ্যম শোতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি মতামত দিয়েছেন। তিনি মনে করেন, বাংলাদেশে যে-ই ক্ষমতায় আসুক না কেন, চুরি হবে। তবে তার আশা, ক্ষমতায় আসা ব্যক্তি যেন “রয়ে সয়ে চুরি” করে।
শবনম ফারিয়া বলেন, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে, তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না এটা আমাদের দেশে সম্ভব নয়।
এছাড়া তিনি মতপ্রকাশের স্বাধীনতার ওপরও মন্তব্য করেন। অভিনেত্রীর ভাষ্য, আগের তুলনায় এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেড়েছে। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না এটা তো ন্যায়সংগত নয়।
শবনম ফারিয়া দেশের মব কালচারের বিষয়টিও আলোচনায় এনেছেন। তিনি বলেন, সরকারের অনেক কাজ আমি প্রশংসা করি, আবার অনেক বিষয়ে সমর্থন করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন- ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধা দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।