এক লাফে পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান


এক লাফে পারিশ্রমিক ১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

দেড় দশক ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্র সালমান খান এবার আসছেন এক ভিন্ন চমক নিয়ে। ১৯তম মৌসুমে বলিউডের ‘ভাইজান’ পারিশ্রমিকে আগের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম নিচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, এইবার সপ্তাহান্তে প্রতিটি পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ কোটি রুপি। যেহেতু তিনি শোতে মাত্র ১৫ সপ্তাহ থাকবেন, তাই তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। এর আগের মৌসুমে (‘বিগ বস ১৮’) তিনি পেয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি, তার আগের মৌসুমে ২০০ কোটি রুপি।

শুধু পুরো মৌসুম থাকছেন না সালমান। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। আলোচনায় রয়েছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যাঁরা আগেও সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। ফলে এ বছর তাঁর পারিশ্রমিকও স্বাভাবিকভাবেই কমেছে। পুরো মৌসুমে থাকলে আয় হতো প্রায় ২৫০ কোটি রুপি।

‘বিগ বস ১৯’ এবার নতুন থিমে সাজানো হচ্ছে। থিমটি ঘিরে রাজনীতি, যেখানে দর্শকের মতামতই গেমের গতিপথ নির্ধারণ করবে। এই মৌসুমে অংশ নেবেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

শোটি প্রথমবার জি–হটস্টারে সম্প্রচারিত হবে, পরে দেরিতে তা কালার্স টিভিতেও দেখা যাবে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান, এবং প্রকাশিত প্রোমোতে নতুনভাবে সাজানো ‘বিগ বস হাউস’-ও দর্শকের নজর কাড়ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×