সন্তানদের ধর্মীয় শিক্ষার কারণেই সিনেমা ছাড়ার ইঙ্গিত অনন্ত জলিলের


সন্তানদের ধর্মীয় শিক্ষার কারণেই সিনেমা ছাড়ার ইঙ্গিত অনন্ত জলিলের

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা এবার দু’জনেই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পথে হাঁটছেন। কয়েক মাস আগে বর্ষা অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তার ভাষ্য ছিল সন্তানরা বড় হচ্ছে, তারা মাকে সিনেমায় দেখলে কীভাবে নেবে, সেটি ভেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সে সময় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার একই সিদ্ধান্তের আভাস দিলেন অনন্ত জলিলও। তিনি জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই হয়তো চলচ্চিত্র থেকে বিদায় নেবেন।

বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই এ ছবিটি মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন অনন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে এটা ভালো দেখায় না।

অভিনেতা আরও জানান, তার দুই ছেলে কুরআন শিক্ষায় মনোনিবেশ করেছে। বড় ছেলে ইতিমধ্যেই ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো পুরো কুরআন খতম দিয়েছে। তিনি বলেন, যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাব। একটা সময়ে মদিনাতে পড়ালেখা করাব।

স্ত্রীর অভিনয় ছাড়ার প্রসঙ্গেও অনন্ত বলেন, যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×