ছোট পোশাকে আপত্তি সালমান খানের!


ছোট পোশাকে আপত্তি সালমান খানের!

প্রায় সাড়ে তিন দশক ধরে বলিউডে সফলভাবে কাজ করছেন সালমান খান। এই দীর্ঘ সময়ে বহু অভিনেত্রীর সঙ্গে অভিনয় করলেও, তার সিনেমার সেটে নারীদের পোশাক নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, সালমানের সেটে ছোট পোশাক পরা নিষিদ্ধ।

‘জয় হো’ ছবির সহ-অভিনেত্রী ডেইজি শাহ জানান, সালমানের সিনেমার সেটে মেয়েদের এমন পোশাক পরা অনুমোদিত নয়, যেখানে বক্ষবিভাজিকা দৃশ্যমান হতে পারে। এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও অভিনেত্রীদের এই নিয়ম মেনে চলতে হয়েছে।

ডেইজি বলেন, সালমানের মতে, ‘‘শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরও সুন্দর করে তোলে।’’ তিনি চান না, তার ছবিতে কোনো নারীকে কেবলমাত্র ‘শো-পিস’ হিসেবে দেখানো হোক।

১৯৮৮ সালে বলিউডে পা রাখেন সালমান খান। তখন আজকের প্রজন্মের বহু অভিনেত্রীর বয়স ছিল মাত্র এক-দুই বছর। এখন তাদের সঙ্গেই সমানভাবে অভিনয় করে চলেছেন তিনি। পাশাপাশি, বলিউডে অনেক অভিনেত্রীর ক্যারিয়ার গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালমান।

সূত্র: আনন্দবাজার

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×