মোহিত সুরির বিরুদ্ধে কোরিয়ান চলচ্চিত্র নকলের অভিযোগ, ‘সাইয়ারা’ নিয়ে বিতর্ক
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ২০ জুলাই ২০২৫

১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির পরিচালিত ‘সাইয়ারা’তে আহান পান্ডে ও অনীত পদ্দা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে এর সঙ্গীত ও অভিনয়ের জন্য। তবে ‘সাইয়ারা’ নিয়ে ইন্টারনেটে মোহিত সুরির বিরুদ্ধে কোরিয়ান ছবির নকল করার অভিযোগ উঠেছে।
অনেক দর্শক মনে করছেন ‘সাইয়ারা’ ২০০৪ সালের কোরিয়ান ছবি ‘এ মোমেন্ট টু রিমেম্বার’-এর সঙ্গে অত্যন্ত মিল রয়েছে। এই কোরিয়ান ছবি পরিচালনা করেছিলেন জন এইচ. লি, যেখানে মুখ্য চরিত্রে ছিলেন সন ইয়েই-জিন ও জং উ-সাং।
‘সাইয়ারা’র গল্পে দেখা যায়, ক্রিশ কাপুর (আহান পান্ডে) নামের এক আবেগপ্রবণ সঙ্গীতশিল্পী এবং ভানী (অনীত পদ্দা) নামের এক লাজুক সাংবাদিকের প্রেমকাহিনি। ভানী যখন প্রথম ধাপে আলঝেইমার্স রোগে আক্রান্ত হয়, তখন তাদের সম্পর্ক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ‘সাইয়ারা’ এবং ‘এ মোমেন্ট টু রিমেম্বার’-এর মধ্যে সাদৃশ্য তুলে ধরে মোহিত সুরির বিরুদ্ধে কোরিয়ান ছবির গল্প নকলের অভিযোগ এনেছেন। দুই ছবির মূল কাহিনীই একই রকম, যেখানে এক দম্পতির জীবন বদলে যায় নারীর আলঝেইমার্স আক্রান্ত হওয়ার পর। যদিও নারী চলে যেতে চায়, পুরুষটি তার পাশে থেকে তাদের স্মৃতিগুলো পুনরায় জীবন্ত করে তোলে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “মুখ্য প্লট পয়েন্টগুলো একদম একই রকম, যেমন আলঝেইমার্স, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিভ্রান্তি, মেয়েটির পালিয়ে যাওয়া। এছাড়াও, শেষ অংশ যেখানে সে অতীত মুহূর্ত পুনরায় সৃষ্টি করে সেটাও একই রকম।”
মোহিত সুরির ‘সাইয়ারা’ ইন্টারনেটে কোরিয়ান ছবি ‘এ মোমেন্ট টু রিমেম্বার’ এর স্মৃতিকে জাগিয়ে তুলেছে এবং এই নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক।
সূত্র: এনডিটিভি