দুর্বল ব্যাংক একীভূতকরণ: প্রতিটি ব্যাংকে বসছে পাঁচ সদস্যের প্রশাসক দল


দুর্বল ব্যাংক একীভূতকরণ: প্রতিটি ব্যাংকে বসছে পাঁচ সদস্যের প্রশাসক দল

দুর্বল ব্যাংকগুলো একীভূত করার অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে পাঁচ সদস্যের প্রশাসক দল। এ দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। অন্য চারজন থাকবেন যুগ্ম পরিচালক পর্যায়ের, যাদের মনোনয়নও দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রশাসক দল বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় করে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের নির্দেশনা মেনে একীভূত প্রক্রিয়া এগিয়ে নেবে। তার ভাষায়, “বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে। এ টিম বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়াকে এগিয়ে নেবে।”

দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর ধারাবাহিকতায় খুব শিগগিরই প্রশাসক দল নিয়োগ দেওয়া হবে। যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা—প্রক্রিয়া শুরু হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যেই।

প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে। এর সাময়িক মালিকানা থাকবে সরকারের হাতে।

এ প্রসঙ্গে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “যেহেতু দেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম, তাই আইনগত সব দিক সুক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন অংশীজনের মতামত নিয়েও অগ্রসর হচ্ছে প্রক্রিয়াটি, যেন মাঝপথে কোনো বাধায় আটকে না যায়।”

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×