কন্ঠশিল্পী জয় ‘ধোকা’ নিয়ে হাজির, মডেল হলেন খলনায়ক ডন


কন্ঠশিল্পী জয় ‘ধোকা’ নিয়ে হাজির, মডেল হলেন খলনায়ক ডন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী জয়। তাঁর ৩০ তম মৌলিক গান ‘ধোকা’ প্রকাশিত হয়েছে Sound BD ইউটিউব চ্যানেলে। গানটি ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন সময়ের আলোচিত গীতিকার কামরুল হাসান সোহাগ, সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরাইশী এবং সংগীত আয়োজন করেছেন তারিকুল ইসলাম।

এফডিসির এক বিশাল ও জমকালো সেটে গানটির চিত্রধারণ করেন জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। তবে গানটির সবচেয়ে বড় চমক হচ্ছে, এখানে মডেল হিসেবে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় খল অভিনেতা ডন। সিনেমার বাইরের কাজের ক্ষেত্রে এটিই তাঁর ব্যতিক্রমী ও সাহসী উপস্থিতি।

গানটি নিয়ে শিল্পী জয় ঢাকা ওয়াচকে বলেন, “এটি আমার ৩০তম মৌলিক গান। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই আনন্দকে দ্বিগুণ করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ‘ধোকা’ গানটির সুর, সংগীত ও চিত্রায়ন সব মিলিয়ে একটি চমৎকার প্রযোজনা হয়েছে। আশা করি, দর্শকরা আমার আগের গানের মতো এটিও সাদরে গ্রহণ করবেন।”

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে গানটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি দর্শক ও স্রোতারা আমাকে সরাসরি ফোন ও মেসেজে শুভকামনা জানিয়েছেন। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে।’ 

অন্যদিকে অভিনেতা ডন জানান, “সিনেমার বাইরের কাজ আমি সচরাচর করি না। কিন্তু ‘ধোকা’ গানটি শোনার পর মনে হলো এটি অনেকটা সিনেমার আইটেম গান জাতীয় কিছু—এই কারণে কাজটিতে অংশগ্রহণ করি। প্রচণ্ড গরমে আমাদের টিম পরিশ্রম করেছে, দর্শকদের ভালো লাগলে আমাদের সব কষ্ট সার্থক হবে।” 

সিনেম্যাটিক লুকে সাজানো গানটি ঈদের আমেজে বিনোদনের এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। Sound BD কর্তৃপক্ষও গানটির সাড়া নিয়ে আশাবাদী। গানটির লিংক

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×