আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা, শোবিজ অঙ্গনেও উদ্বেগ


আইসিউতে অভিনেত্রী তানিন সুবহা, শোবিজ অঙ্গনেও উদ্বেগ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা তানিন সুবহা। সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন অভিনেত্রী। 

তবে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় তানিনকে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই নায়িকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন তানিন সুবহার মা তাসলিমা। তিনি জানান, সোমবার হঠাৎ অভিনেত্রীর বুকে ব্যথা শুরু হয়। এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়।

হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তানিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

এদিকে মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিন সুবহার মা তাসলিমা। অভিনেত্রীর অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, শোবিজাঙ্গনে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×