মারা গেলেন পরীমনির প্রথম পরিচালক শাহ আলম


মারা গেলেন পরীমনির প্রথম পরিচালক শাহ আলম
শাহ আলম মন্ডল

চলচ্চিত্র পরিচালক শাহ আলম মন্ডল আর নেই। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিল ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নায়ক কায়েস আরজু।

তিনি বলেন, ‘শনিবার (২৩ নভেম্বর) রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রোববার (২৪ নভেম্বর) দাফন করা হবে।

বহু দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুইটি কিডনি ড্যামেজ ছিল। গেল কয়েক দিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।

শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ চলচ্চিত্রের মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুইটি ছবি হল ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×