দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি


দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি

বর্ষের অন্যতম প্রতীক্ষিত ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবার শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় হতে যাচ্ছে। এবারের পূজার সময় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজগুলোতে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, পূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে এবং চলবে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় শিক্ষার্থীদের মোট ছুটি আরও দীর্ঘ হচ্ছে।

এছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হয়েছে। দুর্গাপূজার সঙ্গে ফাতেহা-ই-ইয়াজ দাহম এবং প্রবারণা পূর্ণিমার ছুটিও এ সময়ে মিলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করবে, কারণ তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি উপভোগ করবে। ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি।

উল্লেখ্য, ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছর থেকেই ঈদের পাশাপাশি পূজাতেও বাড়তি ছুটি ঘোষণা করার উদ্যোগ নিয়েছিল। এবারে সেটি দ্বিতীয়বারের মতো কার্যকর হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×