এবার খুঁজে পাওয়া যাচ্ছে না সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০২:১০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তার নাম সার্চ করেও ফেসবুকে আইডিটি খুঁজে পাওয়া যায়নি।
একই অভিযোগ তুলেছেন জিএস প্রার্থী এসএম ফরহাদ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।”
এর আগে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও তার ফেসবুক অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ডিজেবল হওয়ার অভিযোগ তুলেছিলেন। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেন, “বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।”
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন এবং পুরুষ প্রার্থী ৪০৯ জন। ভোটার তালিকায় রয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর নাম। ছাত্রদল, ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের নিজস্ব প্যানেল দিয়েছে। এছাড়া কয়েক শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।