ডাকসু নির্বাচন
নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতা পরিচয় দিয়েছে: আবিদুল
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৪:২৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল বলেন, “আমরা দেখেছি অমর একুশে হলে যে ঘটনা ঘটেছে, তার এগেনেইস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে অবাহতি দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, রোকেয়া হলসহ বিভিন্ন হলে কারচুপির একাধিক অভিযোগ তার কাছে এসেছে। এসব বিষয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী।