দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেলেন রেহানা পারভীন


দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেলেন রেহানা পারভীন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পদে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়— মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

স্বাধীনতার পর অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ৩৩ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন। বিভাগ বিভক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেছেন সাতজন, কিন্তু তাদের মধ্যে কেউ নারী ছিলেন না। রেহানা পারভীন সেই ইতিহাস ভেঙে প্রথম নারী হিসেবে এই পদে আসীন হলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৎকালীন চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেলেন রেহানা পারভীন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×