যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল-গ্যাস আমদানি নিয়ে আলোচনায় ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

ওয়াশিংটনের সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়াতে উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির সরকার জানিয়েছে, তেল ও গ্যাস আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের একটি সরকারি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন জ্বালানি খাতের সম্ভাবনা নিয়ে।
জয়সওয়াল বলেন, “ভারতের একটি সরকারি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে আমাদের কর্মকর্তারা বলেছেন যে ভারতের জ্বালানি আমদানির ভিত্তি বা নীতির ওপর নির্ভরশীল। এক— জ্বালানি পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখা। কর্মকর্তারা আরও বলেছেন যে ভারত বিভিন্ন বাজার থেকে জ্বালানি আমদানি করতে আগ্রহী।”
পৃথক এক বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ আগরওয়াল বলেন, “আমরা প্রতি বছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ডলারের তেল-গ্যাস যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি। যুক্তরাষ্ট্র চায়, আমরা যেন আমদানির পরিমাণ আরও বাড়াই। আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। আশা করছি, মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকে ইতিবাচক ফলাফল আসবে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে, ফলে বর্তমানে দেশটি রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ভারত রুশ তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে। তিনি নয়াদিল্লিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানান।
কিন্তু ভারত তার অবস্থান থেকে সরে না আসায়, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সরকার ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে। এতে ভারতের রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক মেরামত ও জ্বালানি সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র সফরে গেছে নয়াদিল্লির প্রতিনিধি দল।
সূত্র: ফার্স্টপোস্ট