ঢাবি থেকে সাত কলেজের দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হস্তান্তর


ঢাবি থেকে সাত কলেজের দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ কার্যক্রম সম্পন্ন করে সব দায়িত্ব ও শিক্ষার্থীর তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে হস্তান্তর করেছে।

সম্প্রতি এই হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনার ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

গতকাল বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকল দায়িত্ব এবং তথ্য প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের হাতে হস্তান্তর করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×