জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম


জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্যের ব্যানারে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”

শুক্রবার, ১৭ অক্টোবর রাজধানীর ইস্কাটনে আয়োজিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক শক্তি ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি জাতীয় শ্রমিক শক্তির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। তিনি সংগঠনের মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের দায়িত্বপ্রাপ্তদের নাম জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×