ডাকসু নির্বাচন
‘একটি অংশ নারীদের রাজনীতিতে বাধা দিচ্ছে’
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) আহ্বায়ক আবু বাকের মজুমদার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে আবু বাকের বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর ভর করে একটি অংশ—যাদের নারী প্রতিনিধিত্ব নেই এবং যারা নারীদের রাজনীতিতে অংশগ্রহণকে নিরুৎসাহিত করে—রাজনীতি নিয়ে একটি চক সাজিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। এর লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণ কমানো।”
তিনি আরও যোগ করেন, “যারা নারীদের ভোটে বাধা দিচ্ছে, এবার নারীরাই ব্যালট পেপার বিতরণ করবে। ঢাবির কিছু অংশ চায় না নারীরা রাজনীতিতে সক্রিয় হোক। তাদের ধারণা, শেখ হাসিনার আমলে নারীদের অংশগ্রহণ বাড়ার কারণে পরিস্থিতি পাল্টে গেছে।”
এই মন্তব্যে ডাকে নারীদের ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের ওপর বদ্ধমূল বাধা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।