যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা, লাঠিচার্জ-টিয়ারশেল


যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা, লাঠিচার্জ-টিয়ারশেল

আবাসন ভাতা ও প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে লংমার্চে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। এতে টিয়ারশেল ও লাঠিচার্জের কারণে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারী কয়েকজন।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। কাকড়াইল এসে পুলিশের বাধার মুখে পড়ে তাদের লংমার্চ।

এদিকে পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা। 

তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এই প্রতিবেদন লেখার সময় পুলিশ ও শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×