জুলাইযোদ্ধা পরিচয়ে সাংবাদিক হেনেস্তার ঘটনায়, গ্রেপ্তার ১ যুবক


জুলাইযোদ্ধা পরিচয়ে সাংবাদিক হেনেস্তার ঘটনায়, গ্রেপ্তার ১ যুবক

রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, মারধর এবং ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি রতন মিয়া।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জানান, রাত ১০টার দিকে রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, রোববার কাচারী বাজার এলাকা থেকে একদল যুবক লিয়াকত আলী বাদলকে জুলাই যোদ্ধার পরিচয়ে ধরে সিটি কর্পোরেশনের ভিতরে নিয়ে গিয়ে মারধর করে। একই সময় তাকে তার পরিবেশিত নিউজ ভুল হওয়ার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পরে সাংবাদিকরা এসে তাকে উদ্ধার করেন।

এছাড়া, সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় কর্মকর্তারা মব তৈরি করে তাদের আটকে রাখে এবং হেনস্তা চালায়।

কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, সাংবাদিক লিয়াকত আলীকে অপহরণ ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাটিকে গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রতন মিয়া ওই মামলার পাঁচ নম্বর আসামি।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জেরেই এই অপহরণ ও হেনস্তার ঘটনা ঘটেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×